বিএমজিটিএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্টিত হয় । সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মো.ওয়ালিদ হোসেন খান । পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ইমাম ।

উপস্থিত সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি তাসলিমা মুন্নি ,সহ-সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ,সহ-সভাপতিদ্বয় সামসুল আরেফিন সিদ্দিক মুকুল,হাঞ্জালা শাহীন,যুগ্ম-সম্পাদকদ্বয় বুরহান উদ্দিন,হাসান আহমেদ সদর উপজেলা সভাপতি সুলতান আহমদ,সাংগঠনিক সম্পাদক সাহাজান বি এস সি,কোষাধ্যক্ষ আলী আকবর,সহ-সাংগঠনিক সম্পাদক,আবু জাফর,আবু সাইদউজ্জামান,জাকির হোসেন ১, জাকির হোসেন ২,মো.আল আমিন,মো.ছানাউল্লাহ পাটোয়ারী,মোহাম্মদ আলী খানসহ প্রমূখ ৮ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়।

সভার শুরুতে ছাত্র আন্দোলনের শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভার এজেন্ডা মোতাবেক প্রত্যেকে ২৫-২৬ সালের জেলা৷ কমিটি গঠন করার জন্য মতামত ব্যাক্ত করেন এবং শীতকালীন সাংগঠনিক সফর আয়োজনের জন্য অনুরোধ জানান। বক্তাগণ উপজেলাভিত্তিক নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অনুরোধ করেন।

সভা শেষপ্রান্তে সভাপতির বিশেষ অনুরোধে আগাdমি মেয়াদের ২৫-২৬ কমিটির গঠন লক্ষে্্য একটি জেলা সম্মেলন বাস্তাবায়ন কমিটি গঠন করা হয়। এতে জেলা সহ-সভাপতি সামসুল আরেফিন সিদ্দিক মুকুলকে জেলা সম্মেলন ২০২৪ আহবায়ক ও সদস্য সচিব বুরহান উদ্দিনকে সভায় সর্বোসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয়। উক্ত কমিটিকে জেলার প্রত্যেক সদস্য কার্যক্রম বাস্তাবায়ন জন্য সহোযোগিতার আশ্বাস দেন।

প্রেস বিজ্ঞপ্তি
১ অক্টোবর ২০২৪
এজি

Share