বিশ্বব্যাপি জঙ্গিবাদ, নিরাপরাধ মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএমএর আয়োজনে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক অংশগ্রহণে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে বৃষ্টিকে উপেক্ষা করে চিকিৎসকবৃন্দ মানবন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তরা বলেন, ‘সারাবিশ্ব আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসে আক্রান্ত। শান্তিপ্রিয় মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসকে ঘৃণা করেন। আমাদের এর বিরুদ্ধে একত্রিত হয়ে সমাজের ও দেশের শান্তির লক্ষ্যে কাজ করতে হবে। কোনো ভাবেই এ বিষয়টি প্রশ্রয় দেয়া যাবে না। সমাজের প্রত্যেক মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই সমাজ দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, জেলা বিএমএর সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, ডা. এডি মোজাম্মেল হক, ডা. সিরাজুম মনির, ডা. সুজাত উল্লা রুবেল, ডা. ফরিদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত চিকিৎসক ও সেবিকাগণ।