চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল চারটায় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত বিশাল দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ড.জালাল উদ্দিন বলেন, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।
বক্তব্যে তিনি আরো বলেন,একটি দল ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে এবং ওই দল করলে বেহেস্তের টিকিট পাওয়া যায়। কিন্তু বিএনপি কখনো ধর্ম নিয়ে মানুষের সাথে প্রতারণা করেনা। এ দেশ এবং দেশের মানুষ বিএনপির নিকট নিরাপদ। তাই বিএনপি দিন দিন জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।বিএনপির কোন বিকল্প নাই, এমন কোন দল নাই যে দেশটাকে উদ্ধার করতে পারে, একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে,আপনারা যদি ভোট দেন, আপনাদের ভোটে আগামীতে জয় লাভ করে দেশ পরিচালনা করবে। বিএনপি ধর্মকে বিশ্বাস করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারা ভুল পথে আছেন। মানুষ এত বোকা নয়।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ আজহারুল হক মুকুল।বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি ওআইসিয়া মাদ্রাসার সাবেক মাহতামীম মাওলানা সিরাজ উদ্দিন ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।
এসময়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সহ সভাপতি মজিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি,ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ সেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী এবং উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দোয়ায় অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur