Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বিএনপি সনাতনীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে: ড. জালাল উদ্দিন
বিএনপি

বিএনপি সনাতনীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে: ড. জালাল উদ্দিন

সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায়ও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে । শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব পৌরসভাসহ উপজেলার ৩৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছ।

১২ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮ টায় মতলব পৌরসভা সদরের শ্র শ্রী জগন্নাথ দেব মন্দির পরিদর্শন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির অভিভাবক এবং সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া একটি নির্দেশনা সবাইকে পালনের জন্য অনুরোধ জানিয়ে বলেন,ধর্ম যার যার, নিরাপত্তা দেয়ার দায়িত্ব সবার।
বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীরে‌্য যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মন্ডপে মন্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার সাহানাজ শারমিন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ , মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক চন্দন শাহ।অনুষ্ঠান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের সভাপতি গণেশ ভৌমিক।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার,মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এড. শামীম হোসেন,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম সোহাগ, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান,মতলব পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি জাকির হোসেন প্রধান,
সহ সভাপতি সফিক মল্লিক, যুবদল নেতা রেহান সরকার,পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, পৌর ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক কামরুল হাসান লিটন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের মিয়াজী,সহ সভাপতি কালাম, বেপারী, সাধারণ সম্পাদক নুরে আলম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, পৌর যুবদল নেতা হারুন ভূইয়া, ওবায়েদ, কামরুল,৩ নং ওয়ার্ড যুবদলের মাহফুজ জমাদার ,সহ সভাপতি পারভেজ,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামা, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ মৃধা, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাউসার চৌধুরী, সহ- সভাপতি সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক সরকার এলিন,তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা শামসুল হাসান মিঠু,মানিক সরকার,পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী,হাবিবুর রহমান,ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন,জিসান,নাসির,মিলন,আঃ রহিম প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ অক্টোবর ২০২৪