অনুমতি না নেয়ায় চাঁদপুর শহরে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠান শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪ টায় বন্ধ করে দিয়েছে পুলিশ।
জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার মসজিদ পট্টি ট্রাক সড়কে ১ নং ওয়ার্ড বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের যৌথ সদস্য সংগ্রহ অনুষ্ঠান আহবান করে।
এতে কেন্দ্রিয় নেতা ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. হামিদ মাস্টারসহ জেলা, থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকার কথা ছিলো।
এদিকে প্যান্ডেল, মাইক টানানোসহ সকল আয়োজন সম্পন্ন করার পর পুরাণ বাজার ফাঁড়ি পুলিশের পরির্দশক আ. রশিদ ও উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স এসে সভা না করার জন্য নিষেধ করে এবং বলে এখানে কেউ সভা করতে পারবে না।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ জানান, বিএনপির সভা করার পূর্বে অনুমতি ছিলো না। তারপর শোকের মাস হিসেবে স্থানীয় আওয়ামী লীগ এবং যুবলীগও এখানে ১৫ আগস্টের প্রস্তুুতি সভা ডাকে। আইন শৃঙ্খলার স্বার্থে আমরা কাউকে সভা করতে দিচ্ছি না।
প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট,বাংলাদেশ সময় ৬ : ২৮ পিএম,১১আগস্ট ২০১৭,শুক্রবার
এজি