বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতা দখলের চেষ্টায় নেমেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ঐতিহ্যগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। নির্বাচনকে ভণ্ডুল করতে করতে বিএনপি সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে। দেশের বিচারব্যবস্থাকে অপমান-অবজ্ঞা করেছে। তারা যেকোনো উপায়ে ক্ষমতা দখলের চেষ্টায় নেমেছে।’

আজ রোববার বিকেল পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।

বিএনপির শনিবারের মহাসমাবেশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে। তবে তারা আসলে রাজনীতির সন্ত্রাসী ধারা বাস্তবায়নে গোপনে প্রস্তুতি নিচ্ছিল। ভয়ংকর রাজনীতির পুরোনো চেহারায় ফিরে আসতে তারা সময় নিচ্ছিল। সময় মতো তারা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথ বেছে নিয়েছিল।’

তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। সবই ছিল তারেক রহমানের ‘টেক ব্যাক বাংলাদেশ’র শুরু।’’

তিনি আরও বলেন, ‘বিএনপি রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করছে। ২১ শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ধীরে ধীরে বিএনপিকে আরও বড় সন্ত্রাসী সংগঠনে পরিণত করছে। গত দুইদিনে আন্দোলনের নামে বিএনপি কী করে নাই? তারা সবই করেছে। দেশের মানুষ দেখতে পেরেছে।’

উল্লেখ্য, গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ইসলাম পারভেজ ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। তার নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। পরে আজ সারাদেশে হরতাল পালন করে বিএনপি। এতে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

টাইমস ডেস্ক/ ২৯ অক্টোবর ২০২৩

Share