ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী মোজাম্মেল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও নিজেকে বিএনপি প্রার্থী দাবি করে হাজী মোজাম্মেল হোসেন মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন>>> চাঁদপুর-৪ মনোনয়নপত্র বৈধ ৬ প্রার্থীর, বাতিল ৪ জন
শনিবার (৩ জানুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি ও দলীয় প্রত্যয়ন সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন>>> তারেক রহমানের প্রেস সচিব ফরিদগঞ্জের কৃতি সন্তান সালেহ শিবলী
এদিকে হাজী মোজাম্মেল হোসেনের মনোনয়ন বাতিলের খবরে ফরিদগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এবারের নির্বাচনে একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জমে উঠছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur