Home / সারাদেশ / কুমিল্লায় ব্রীজ ভেঙ্গে চালক নিহত
কুমিল্লায় ব্রীজ ভেঙ্গে চালক নিহত

কুমিল্লায় ব্রীজ ভেঙ্গে চালক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ব্রীজ ভেঙ্গে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। সোমবার(০৮ অক্টোবর) সকালে উপজেলার কদমতলী এলাকায় কেডিসি-কদমতলি সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চাল খোকন মিয়া (২৪) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মোগারচর গ্রামের মোঃ আজমল মিয়ার ছেলে। বর্তমানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামে বসবাস করতেন।

তিনি সকালে ইটভাটা থেকে ট্রাক্টর ভর্তি ইট নিয়ে দাউদকান্দি যাওয়ার পথে ব্রীজ ভেঙ্গে খাদে পড়ে।

স্থানীয়রা জানান, ‘সকালে খোকন স্থানীয় ‘একতা’ ইটভাটা থেকে ট্রাক্টরভর্তি ইট নিয়ে দাউদকান্দি বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে কদমতলী খালের উপর কদমতলী-কেডিসি সেতুতে উঠলে সেতুটি ভেঙে পড়ে। ইটবোঝাই ট্রাক্টরের ইঞ্জিনটি চালকের উপর এসে চাপা পড়ে এতে চালক খোকন ঘটনাস্থলেই মারা যান।’

দাউদকান্দি মডেল থানা পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত খোকন মিয়ার মরদেহ দাউদকান্দি মডেল থানা পুলিশ হেফাজতে। ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ নুরুল ইসলাম মজুমদার।

২০০৩ সালে কদমতলী খালের উপর নির্মিত এ সেতুটির উপর দিয়ে যান চলাচলের অনুপযোগী লিখা সাইনবোর্ড দিয়ে বেশ কয়েকবছর ধরেই
সতর্ক করা হলেও কেউ তা মানেনি।

তবে, মাত্র ১৫ বছরের মাথায় ভেঙে পড়ায় এর কাজের মান নিয়ে প্রশ্ন তোলেছেন এলাকাবাসী। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
০৮ অক্টোবর,২০১৮