চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী মোঃ মোশারফ হোসেনের মাতা জাহেদা খাতুনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের নিশি বিল্ডিং হাওলাদার জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাওলাদার জামে মসজিদের খতিব ও ইমাম মূফতি আশেক এলাহী।পরে সবাই শহরের কোড়ালিয়া ফজলুর রহমান হাওলাদার বাড়িতে মরহুমার কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।তবে এদিন সকাল থেকেই মরহুমার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত,সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা,সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম,জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এজেড এম রফিকুল হাসান,পাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারীসহ রাজনৈতিক, ব্যবসায়ি,সাংবাদিক, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
এদিন দুপুরে চাঁদপুর শহর এলাকার প্রায় ৩ হাজারের মতো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দল মত নির্বিশেষে হাজী মোশারফ হোসেনের মায়ের জন্য আয়োজন করা মিলাদ ও দোয়া এবং দুপুরের খাবার অনুষ্ঠানে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক, ৯ ডিসেম্বর ২০২৪