চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্য ইসমাইল তালুকদার খোকনকে মনোনীত করা হয়। এ সুবাদে গত ২৩ ডিসেম্বর সোমবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এলাকায় আসেন এ নেতার। নেতার আগমনের সংবাদ পেয়ে হঠাৎ করে সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়নের উভারামপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সকল ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে উক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল তালুকদার খোকনকে ফুলে ফুলে সিক্ত করেন।
এলাকার সাধারণ মানুষের তাৎক্ষণিক এ আয়োজনে বিস্মিত হয়ে মহানগর দক্ষিণ বিএনপির এ নেতা বলেন, আমি সত্যি আবেগ আপ্লূত আপনাদের ভালোবাসা পেয়ে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আগামি দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে আমরা সবাই এক হয়ে কাজ করবো। এলাকার উন্নয়নের কোন ছোয়া লাগেনি যা সুযোগ হলে আমি তথা বিএনপি সরকারের মাধ্যমে সম্পন্ন করা হবে। সেই অপেক্ষা সবাই ধৈর্য্য রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাই।
এসময় ইউনিয়ন বিএনপি নেতা আরিফ শেখ, সাইফুল মোল্লা, মাহফুজুর রহমান, জসিমউদদীন পাটোয়ারী, মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় নেতার গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিতে দেখা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৪ ডিসেম্বর ২০২৪