চাঁদপুরে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির মাতা নূরজাহান বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় তিনি নিজ বাড়িতে (মাঝি বাড়ি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না….রাজেউন)।
মৃত্যুাকালে তার বয়স হয়েছিল (৮০)। বাদ জোহর মাঝি বাড়ি সংলগ্ন বালুর মাঠে মরহুমার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি মাও. সিরাজুল ইসলাম।
নামাযে জানাযায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহম্মেদ, বর্তমান সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, সহ-সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, আ’লীগ নেতা ওমর পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ, বর্তমান যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর বিল্লাল হোসেন মাঝি, সাবেক কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, মতলব পৌর সভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, , জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ বাহার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা জিয়া মঞ্চের সভাপতি সোয়েব মো. কলিমসহ এলাকাবাসী ও রাজনৈতিক নেতা কর্মীরা। এছাড়াও জানায়ায় মরহুমার ৫ ছেলে. সফিকুর রহমান মাঝি, ইব্রাহিম হোসেন মাঝি বাবুল, আক্তার হোসেন মাঝি, আনোয়ার হোসেন লিটন মাঝি ও মাসুদ মাঝি উপস্থিত ছিলেন।
]প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur