বিএনপি নেতাকর্মীরা যদি অন্যায় করে তাদের ছাড় দেওয়া হবে না
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় চান্দ্রা বাজার হাই স্কুল মাঠে সদস্য ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যখনই কোন কর্মসূচি দেওয়া হতো চান্দ্রা ইউনিয়নে তা পালন করে যেতো। ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে চান্দ্রার জনগণ কোনদিন ভয় পায় নাই। এই ইউনিয়ন বিএনপি’র ঘাঁটি।
তিনি আরো বলেন, আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আমরা সরকার ও নির্বাচনের কাছে টের সুস্পষ্ট তারিখ জানতে চাই। নব্য কিছু রাজনৈতিক দল ভোট প্রতিহতর ডাক দিয়েছে। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই যারা ভোট প্রতিহতের ডাক দেয় তারা আওয়ামী লীগের সাথে এক। আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব।
তিনি আরো বলেন, এই এলাকার উন্নয়নের জন্যে মানুষের ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। এই এলাকায় যেনো কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর সৃষ্টি না হয়। কেউ যদি এ সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। বিএনপির কোনো নেতাকর্মী যদি অন্যায় করে তাদের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুনিরা চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন খান মফুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিনটু মাঝির যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. হান্নান মিজি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ আলী, সদস্য সচিব কাকন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আখন, সাব্বির মিয়া, সাবেক সভাপতি ইউসুফ গাজী, কোষাধক্ষ্য খোরশেদ আলম মিন্টু শেখ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল ও সার্থক করার লক্ষ্যে নয়টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেট/ ২৮ সেপ্টেম্বর ২০২৫