বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত তবে নিরপেক্ষ বা সহায়ক সরকারের অধীনে। বর্তমান সংসদ বাতিল করে শেখ হাসিনা পদত্যাগ করে নির্বাচন দিলে সে নির্বাচনেই বিএনপি যাবে।
এ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ ভোটকেন্দ্রে যাবে না।
তিনি শনিবার ঢাকার নবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল, বিএনপির জাতীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন প্রমূখ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur