রাজনীতি

‘বিএনপি না এলেও নির্বাচন হবে’

সময় ও নদীর স্রোতের মতো জাতীয় নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বলেছেন পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় শুক্রবার সকালে তিনি একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বরফ গলতে শুরু করেছে। প্রথম দফায় এক লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে।

পরে মন্ত্রী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জেলা ছাত্রলীগ পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

এসময় ১৪ দলের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।(আরটিভি)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
এএস

Share