বিএনপি দলের বাইরে ভিন্ন কোনো প্রতীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান: লায়ন হারুনুর রশিদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ‘বিএনপি একটি দল এবং একটি প্রতীকের মধ্যেই ঐক্যবদ্ধ। দলের বাইরে ভিন্ন কোনো প্রতীকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।’
তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের জন্য নানা কল্যাণমূলক সুবিধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সুবিধা পেতে হলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করতে হবে।’
লায়ন হারুনুর রশিদ আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও অধিকার ফিরে পাওয়ার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জনগণ যেন তাদের মতামত প্রকাশ করেন—এ আহ্বান জানান তিনি।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া স্কুল মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সোহেল খানের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা ও প্রবাসী বিপ্লব খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, সাবেক সংসদ সদস্যের পুত্র সাদমান সাকিব অপূর্ব, স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক পাটওয়ারী, বিএনপি নেতা আবু সায়েদ খান, আজাদ পাটওয়ারী, মশিউর রহমান রিপন, শাওন পাঠান।
সভায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ জানুয়ারি ২০২৬