Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / বিএনপি থেকে বহিষ্কার ফরিদগঞ্জের এমএ হান্নান
এমএ হান্নান

বিএনপি থেকে বহিষ্কার ফরিদগঞ্জের এমএ হান্নান

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এমএ হান্নানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় এমএ হান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলা বিএনপি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে। ওই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন এমএ হান্নান।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে একাধিকবার সতর্ক করা হলেও এমএ হান্নান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে সারাদেশের ন্যায় আজ বুধবার চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় এমএ হান্নান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘চিংড়ি’ প্রতীক সংগ্রহ করেন।

এরপরই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বিএনপি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২১ জানুয়ারি ২০২৬