বিএন‌পি জামা‌য়াত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে: শিক্ষামন্ত্রী

জাতীয় শ্রমিক লী‌গের ৫৪তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে সদর উপ‌জেলা জাতীয় শ্রমিক ল‌ীগের আ‌য়োজ‌নে কেককাটা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভব‌নের মিলনায়ত‌নে আ‌লোচনা সভায় ভাচুয়া‌লি প্রধান অ‌তিথির বক্তব‌্য রা‌খেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।

এসময় তি‌নি ব‌লেন, বিগত ১৫ বছ‌রের অর্জন‌কে ধ‌রে রাখ‌তে আবারও নৌকা‌কে বিজয়ী কর‌তে হ‌বে। সাম‌নে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বিএন‌পি জামাত অপশ‌ক্তি আ‌ন্দোল‌নের না‌মে সারা‌দে‌শে অরাজকতা সৃ‌র্ষ্টির চেষ্টা কর‌ছে। বিএন‌পি জামা‌ত অপশ‌ক্তির প্রতি‌রোধ কর‌তে আমা‌দের সকল সময় প্রস্তুত থাক‌তে হ‌বে। আজ‌কের এ শুভ‌দি‌নে সকল শ্রমিক ভাই‌দের প্রতি আমার শু‌ভেচ্ছা ও অ‌বিভাদন রইল।

আ‌লোচনা সভায় সদর উপ‌জেলা জাতীয় শ্রমিক ল‌ীগে সদর উপ‌জেলা শাখার সভাপ‌তি শাহ আলম মিয়াজী ফুট‌নের সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক জ‌সিম উ‌দ্দিন মি‌জির প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট ম‌ু‌জিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট রন‌জিত রায় চৌধুরী, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহম্মদ আলী মা‌ঝি, জেলা শ্রমিক লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, জনতা ব‌্যাংক সি‌বিএর সভাপ‌তি হাইমচর উপ‌জেলার সভাপ‌তি সোবহান, জাতীয় শ্রমিক লী‌গ জেলা শাখার সদস‌্য ইমাম আলী, জেলা রিক্সা শ্রমিক লী‌গের সভাপ‌তি আবু আলী, সাধারণ সম্পাদক খ‌লিলুর রহমান, যুগ্ম সম্পাদক দেলওয়ার হো‌সেন।

বক্তারা ব‌লেন, আগামী নির্বাচ‌নে সাম‌নে তাই শেখ হা‌সিনার দেশব‌্যাপী উন্নয়নের সাথে সা‌থে চাঁদপু‌রে দীপু ম‌নির উন্নয়ন কর্মকান্ড তু‌লে ধর‌বেন। সা‌থে সাথে বিএন‌পি জামাত অপশ‌ক্তির দেশ বি‌রোধী কর্মকান্ডকে প্রতিহত কর‌তে সক‌লে ঐক‌্যবদ্ধ থাক‌বেন। দীপু ম‌নি এ অঞ্চ‌লের প‌রিক্ষীত নেতা, তাই আবারও নে‌কৈায় ভোট দি‌য়ে দীপু ম‌নি‌কে জয়ী ক‌রে সরকা‌রের উন্নয়ন কর্মকান্ড অব‌্যাহত রাখুন।

এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, সদস‌্য আবদুল গ‌ণিসহ শ্রমিলী‌গের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মী উপস্থিত ছি‌লেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১২ অক্টোবর ২০২৩

Share