২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের নামে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার রাতে শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে তা শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপ্রধানের বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন। এসময় তিনি বলেন,আমরা রাজপথে থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো।সেই সাথে বিএনপি জামাতের সকল অপশক্তিকে রুখে দিবো।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক আল-হেলাল ইনু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউছুফ গাজী মুন্না, যুগ্ম আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ,কলেজে ছাত্র লীগের সভাপতি সোহেল হোসেন,সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৮ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur