বিএনপি জামাতের জ্বালাও পোড়াও প্রতিহত করতে হবে: নুরুল আমিন রুহুল

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন বিএনপি জামায়াত আবারও পুরনো চরিত্রে ফিরে গেছে। তাদের এ জ্বালাও পোড়াও প্রতিহত করতে হবে। দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়তে হবে। গত ৩১ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহেরন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি উন্নয়ন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। উন্নয়ন অগ্রযাত্রার মাধ্যমে দেশ এগিয়ে চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৫ম বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। আওয়ামী লীগের বিজয় নিশ্চিত বুঝতে পেরে বিএনপি জামায়াত অযৌক্তিক হরতাল এবং অবরোধ দিচ্ছেন। জনগণ এখন আর তাঁদের সাথে নেই।

৩১ অক্টোবর সকাল ৮টায় মেহেরন মাধ্যমিক উচ্চ ব্যিালয় মাঠে শান্তি উন্নয়ন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ লিয়াকত হোসেন প্রধান, সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ, বিএইচএম কবির আহমেদ, সাধারণ সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ, রিপন বালা, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, মোঃ মোফাজ্জল হোসেন, চেয়ারম্যান, মতলব বিআরডিবি।

এসময় আরো বক্তব্য রাখেন মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর নাগ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আখি, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউপি সদস্য উত্তম কুমার দাস, মতলব দক্ষিণ পুজা কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, খাদেরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, মতলব পৌরসভার কাউন্সিলর মাইরিন আক্তার, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, মতলব পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির হাজরা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্র চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ গোলাম রাব্বী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেহেরন শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি প্রান গোবিন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩১ অক্টোবর ২০২৩

Share