বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে : মায়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির জ্বালাও পুলাও তাদের মূল রাজনীতি তাই আজকে বিএনপি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল। তাই বিএনপির লাফালাফি বেশি দিন থাকবে না। নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাঁকডাক করে যাচ্ছে। তারা স্বাধীনতা বিরোধী সাথে জড়িত। তারা গনতন্ত্র বিশ্বাস করেনা। তারা উন্নয়নে বিশ্বস করেনা। শুধু আগুনের রাজনীতি করতে জানে। জ্বালাও পুরাও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন অশান্তির কথা ছাড়ুন। নির্বাচন ছাড়া দলকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। বিএনপি যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেজন্য তারা নির্বাচনকে ভয় পায় এবং সে কারণেই নির্বাচন কমিশন নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন তুলছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নে ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের কমান্ডার দুই বারের মন্ত্রী মায়া চৌধুরী আরো বলেন, আগামী দিনগুলোতে জেলা ও উপজেলাগুলোতে সম্মেলনের মাধ্যমে দলের ত্যাগি,পরিক্ষিত নেতারাই বিভিন্ন গুরুত্বপূর্ন পদে স্থান পাবেন। কোনো অনুপ্রবেশকারী জামায়াত-বিএনপি,রাজাকার সাথে আতাতকারী কেই আওয়ামীলীগে স্থান পাবেনা। এমন নেতৃত্ব তৈরি করতে হবে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেবার মানসিকতা নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরে জনগণের আস্থা অর্জনে সফল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়তে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দলের নিবেদিত প্রাণা কর্মীদের নিয়ে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে।

উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ফতেপুর পূর্ব ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম হাওলাদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ভুইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।

এতে আরো বক্তব্য রাখেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি ও জাতয়ি বিদ্যুৎলীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা, উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ,

উল্লেখ্য উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সংর্ধনা অনুষ্ঠান দুপুর থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন যানবাহনে করে ব্যানার, ফ্যাষ্টুন, প্লেকাড সহ মিছিল নিয়ে সংবর্ধনা উপস্থিত হয়। এটি বিশাল জনসভায় পরিনত হয়ে যায়। মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো এলাকা। এসময় নেতাকর্মীরা মায়া চৌধুরীর আগমন শুভেচ্ছায় স্বাগত, মতলবের মাটি শেখ হাসিনার ঘাটি, মতলবের মাটি মায়া চৌধুরীর ঘাটি,মায়া ভাই আসছে রাজপথ কাপছে,মায়া ভাই ভয় নাই,রাজপথ ছাড়ি নাই’’ শ্লোগানে শ্লোগানের মূখরিত করে তোলেন।

নিজস্ব প্রতিবেদক, ১১ মার্চ ২০২২

Share