ক্ষমতায় এলে ইমাম ও খতিবদের সর্বোচ্চ মর্যাদার উদ্যোগ নেওয়া হবে: ড. জালাল উদ্দিন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর -২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মো.জালাল উদ্দিন। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ঢাকিরগাঁও নিজ বাড়ীতে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে দীর্ঘসময় মতবিনিময় করেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
মতবিনিময়কালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আলেম-ওলামাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক । আলেমদের আদর্শ অনুসরণ করেই আলেম সমাজের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক আমি মৃত্যুর আগপর্যন্ত ধরে রাখবো ইনশাআল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার নির্বাচন। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রোডম্যাপ একটি বাস্তবসম্মত ও উন্নয়নমুখী পরিকল্পনা।সে পরিকল্পনার মধ্যে ইমাম উলামাদের ভাতাসহ সম্মানিত করার বিষয়ে উল্লেখ রয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়কমিটির সহ প্রচার সম্পাদক নুর মোহাম্মদ কাসেমী,মতলব ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জিসান।
এছাড়া আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু,মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান। মতবিনিময়সভায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারীসহ মতলব দক্ষিণ উপজেলার প্রায় সাড়ে ৪ শ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩১ জানুয়ারি ২০২৬