বিএনপি ক্ষমতায় আসলে সকল শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দেয়া হবে: ড. জালাল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে চাঁদপুর -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.জালাল উদ্দিনের সাথে ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ড.জালাল উদ্দিন বলছেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের যথাস্থানে এবং যথাযোগ্য মর্যাদা দেয়া হবে। বিগত ফ্যাসিস্ট আমলে শিক্ষকরা অমুল্যায়িত ছিল।তাই আপনাদের মুূল্যায়নের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচীর মধ্যে ২৫ নম্বরে বিস্তারিত দেয়া হয়েছে এবং বিএনপি সরকার গঠন করলে তা শতভাগ বাস্তব করা হবে। তিনি আরো বলেন,বর্তমানে আপনারা যে দাবী নিয়ে আন্দোলন করছেন তাও পূরণ করা হবে ইনশাআল্লাহ। আর প্রেসক্লাবের সামনে গিয়ে আন্দোলন করতে হবে না।আপনাদের দায়িত্ব হচ্ছে যেভাবে বিএনপি সরকার গঠন করতে পারে সে ব্যাপারে জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করতে উদ্ধুদ্ধ করবেন।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিঘলদী এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল।

এই সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোশাররফ হোসেন লিটন,মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মো: মোজাহের ইসলাম,মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গাজী মোঃ মনির হোসেন, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিব্বির আহম্মেদ,মতলবগম্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৫ নভেম্বর ২০২৫