সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গণঅধিকার পরিষদ পরিষদ বৃহত্তম জোটের স্বার্থে আমাকে সমর্থন করায় আমি ট্রাক প্রতীকের প্রার্থী এনায়েত হাসিবসহ তাদের দলের সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিএনপি ও গণঅধিকার পরিষদ মিলে-মিশে কাজ করলে ধানের শীষ বিজয়ী হবে। তাই এ নির্বাচনে সকলে মিলে ধানের শীর্ষেও পক্ষে কাজ করতে হবে। আমি আপনাদের দোয়া ও সমর্থনে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে এই কচুয়া উপজেলাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলবো। তিনি শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার গ্রামে গনঅধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হাসিবের নির্বাচনী গনঅধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হাসিবের সমঝোতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
গনঅধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হাসিবের সভাপতিত্বে ও ছাত্র-অধিকার পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. আবু সাইদ চৌধুরী পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা যুবঅধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি মো. আজম শরীফ, উপজলা যুব-অধিকার পরিষদের সংগঠক মো. সালাউদ্দি-শি, কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদেও সভাপতি মো. জাহিদ জাসান চৌধুরী প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও গনঅধিকার পরিষদের বিভিন্ন সংগঠনের সহ দলীয় অসংখ্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur