বিএনপির কাছে সব ধর্মের মানুষ সমানভাবে নিরাপদ: লায়ন হারুনুর রশিদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যোন্নয়ন ও খাদ্য নিরাপত্তার ভিত্তি গড়ে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নারী সমাজ আজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মা–বোনরা যদি বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিশ্বাস রেখে ধানের শীষে ভোট প্রদান করেন, তবে সেই ৩১ দফাকে ভিত্তি করেই নতুন বাংলাদেশের নির্মাণ শুরু হবে।
রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের হরিসভা মন্দিরের সামনে এবং ডুমুরিয়া মোল্লা বাড়িতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে নারী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে একটি প্রতিক্রিয়াশীল মহল সনাতন ধর্মাবলম্বী মানুষের অনুভূতি ও অস্তিত্বকে ব্যবহার করেছে। কিন্তু তাদের উন্নয়ন বা নিরাপত্তার জন্য দৃশ্যমান কোনো ভূমিকা রাখেনি। শ্রীকালিয়া হরিসভা মন্দির এলাকায় সড়কের বেহাল অবস্থাই তার প্রমাণ। বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলের উন্নয়ন হবে এবং ফরিদগঞ্জে ধানের শীষ বিজয় নিশ্চিত হলে হিন্দু–মুসলিমসহ সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপির কাছে সব ধর্মের মানুষ সমানভাবে নিরাপদ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারী,সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান, যুবদল নেতা শফিকুল আমিন স্বপন।
প্রতিবেদক: শিমুল হাছান/
২৩ নভেম্বর ২০২৫