বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

একদফা দাবিতে দুদিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন— যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। 

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
 
তিনি জানান, একদফা দাবিতে আপাতত দুদিনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহীতে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

জানা গেছে, দশ সাংগঠনিক বিভাগে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। প্রথম দফায় আগামী ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছয় সাংগঠনিক বিভাগে পাঁচটি রোডমার্চ করবে। ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করার কথা রয়েছে, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, দ্বিতীয় দফায় বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগে রোডমার্চ হবে। সবশেষ রোডমার্চ হবে ঢাকায়। 

আরও পড়ুন: বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়নে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

টাইমস ডেস্ক/ ১৩ সেপ্টেম্বর ২০২৩

Share