বিএনপির ৩১ দফা কচুয়ায় ইঞ্জি. হাবিবুর রহমান তৃণমুলে প্রচারণা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে বিএনপি’র ৩১ দফা কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূলসহ প্রতিটি অঞ্চলে পৌছে দিচ্ছেন, অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও কচুয়া উপজেলা থেকে আগামীতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান। জনগনের গণতান্ত্রিক অধিকার পূর্ন: প্রতিষ্ঠার লক্ষে সংবিধান কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্ত্ব, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন গ্রহনের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ন: প্রবর্তন, আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব্ পালনের সময়সীমা অনুর্ধ্ব পর পর দুইবার মেয়াদ নির্ধারন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনসহ ৩১ দফা নিয়ে গত কয়েকদিন-রাত কচুয়ার প্রতিটি অঞ্চলের নেতাকর্মী-সমর্থক ও সাধারন ভোটারদের দ্বারে দ্বারে প্রচারনার মাধ্যমে লিফলেট পৌছে দিচ্ছেন, সংগ্রামী এই যুব নেতা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান।

এক প্রতিক্রিয়ায় তরুণ এ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান বলেন, এদেশ আমাদের সকলের। কচুয়ার সন্তান হিসেবে আমি সৌভাগ্যবান যে স্বাধীন বাংলাদেশে এসে আমরা মানুষের কল্যাণে করছি। তিনি আরো বলেন, আপনি, আমি ও আমাদের প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে স্বাধীন-সার্বভৌম ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ। এসময় তিনি তারেক রহমানের নেতৃত্ব মেনে কচুয়ার বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ ডিসেম্বর ২০২৪

Share