দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। নেতৃদ্বয় হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আনোয়ার এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য ইতঃপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়। তবে দলের চেয়ারপারসনের কাছে আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক নির্দেশক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
নিউজ ডেস্ক || আপডেট: ১০:৫১ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur