বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির জনসমাবেশ ঘিরে বিশাল মিছিল করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। ১২ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম সামনে থেকে এই মিছিলটি বের করা হয়। বেলা ১১টার পর থেকে জেলার প্রতিটি ইউনিট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত স্থান চাঁদপুর আউটার স্টেড়িয়ামে সমবেত হয়।
এরপর ‘মানুষ বাচাও, দেশ বাঁচাও, খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সম্বলিত ক্যাপ ও গ্যাঞ্জি পরিহিত কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলাবব্ধ হয়ে মিছিলে অংশ নেয়। চাঁদপুর আউটার স্টেডিয়াম থেকে বের হয়ে বিশাল মিছিলটি শহরের গুরুপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্বে দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজহারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কাউসার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেক দলে সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল।
এসময় স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে নানারকম শ্লোগান দেয়।
মিছিলটি জেলা বিএনপির সমাবেশ যোগদান করলে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথিসহ কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দরা তাদের করতালি দিয়ে স্বাগত জানায়।
মিছিলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং সকল ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur