বিএনপির সঙ্গীত প্রচার করায় রেডিওর ১৭ কর্মকর্তা বরখাস্ত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচারের আগে বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশনের দায়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামালসহ ১৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। বক্তৃতার আগে ঢাকা বেতার থেকে ঘোষণা করা হয়, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। ঘোষণাটি দেয়া হয় ৩টা বিশ মিনিটে। কিন্তু এরপরই বেতারে ভেসে আসে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…’, এই সঙ্গীতটি। অথচ বিএনপির ঘোষিত দলীয় সঙ্গীত এটি।

এই ঘটনার পর ওই দিনই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। ওই ১৭ জনের মধ্যে বেতারের প্রকৌশলীসহ সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। (মানবকণ্ঠ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৪০ এএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ

Share