চাঁদপুর

বিএনপির মধ্যে সবচেয়ে সু-শৃঙ্খল হলো সেচ্ছাসেবক দল

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘বিএনপির মধ্যে সবচেয়ে সু-শৃঙ্খল সংগঠন হলো সেচ্ছাসেবক দল। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলও সুশৃঙ্খল ও সু-সংগঠিত সংগঠন। বিগত দিনে যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত কার হয়েছে বলেই সংগঠনটি এ পর্যায়ে এসেছে।’

শনিবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের মুনিরা ভবনের হলরুমে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিক বলেন,‘পদ নিয়ে বসে থাকলে চলবে না। তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠ পর্যায়ে দলের জন্যে কাজ করতে হবে। যোগ্যতার ভিক্তিতে দলীয় পদ দেয়া হবে। কোনো ভাইয়ের কথায় পদ-পদবি দেয়া হবে না। তাই পদ পেতে হলে মাঠ পর্যায়ে দলের জন্যে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন,‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে দুর্যোগ বেড়ে যায়। দেশের মানুষ বন্যার পানিতে ভাসছে আর তারা শোক দিবস পালনের নামে দেশে আনন্দ ফুর্তি করছে। আন্দোলন সংগ্রাম ব্যতীত এ ফ্যাসিস্ট সরকার হটানো সম্ভব নয়। তাই এ সরকারের বিরুদ্ধে সকলকে আন্দোলনের জন্যে প্রস্তুত থাকতে হবে।’

জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এড.সেলিম উল্যাহ সেলিম,মাহাবুব আনোয়ার বাবলু,দেওয়ান মো.সফিকুজ্জামান,সেলিমুছ সালাম,আক্তার হোসেন মাঝি,ফেরদৌস আলম বাবু,শহর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মন্টু,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন,

আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড.কামাল উদ্দিন আহমেদ,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,জেলা জিয়া পরিষদে সভাপতি অ্যাড.আব্দুল্লা হিল বাকী,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার,সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোলেমান ঢালী,শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক মেরাজ চোকদার,থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক খোকন মিয়াজী.শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

Share