বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : ইঞ্জি. মমিনুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র, এবং দেশব্যাপী সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯ জুলাই) শনিবার বিকেলে কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় তিনি বলেন, বিগত সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়। বর্তমানে দেশে কিছু গুষ্টি উদ্দেশ্যপ্রণোদিত নানা কর্মকান্ড ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি সভায় সাংগঠনিক পুনর্গঠন, সদস্য নবায়ন কার্যক্রম এবং আন্দোলনকে বেগবান করার বিষয়ে দিকনির্দেশনা দেন। জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম,পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, সহ সভাপতি সফি উল্লাহ বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, যুগ্ন আহবায়ক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, ভিপি জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, পৌর আঃ খালেক, ছাত্রদল সভাপতি এবি এম পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২০ জুলাই ২০২৫