রাজনীতি

২১ নভেম্বর সারাদেশে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় ২১ নভেম্বর বিএনপি বিক্ষোভ কর্মসূচি ঘোষনা ।১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে এ সিদ্ধান্তের কথা জানান।
এদিকে একই ইস্যুতে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। গ্রেফতারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।নয়াগিন্ত

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:৩৫ পি,এম ১৮ নভেম্বর ২০১৬,শুক্রবার
ইব্রাহীম জুয়েল

Share