চাঁদপুর মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিএনপির ২ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। তারা হলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান লস্কর।
২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে উল্লেখ রয়েছে, চাঁদাবাজি, দখলদারী,ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়ায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থক এবং দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur