‘পুনর্বাসনের মাধ্যমে আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগাণে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে নবনির্মিত দুটি আশ্রয়ণ প্রকল্পের ২২০ টি পাকাঘর নির্মান কাজ শেষ হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অধিনে তৈরি করা ঘরগুলো চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেয়া হয়েছে।
নবনির্মিত দুটি আশ্রয়ন প্রকল্পের ২২০ টি পরিবারকে পুনর্বাসন করা হবে ঘরগুলোতে।
ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে সত্যিকার গৃহহীণ ও আশ্রয়ণহীনদের তালিকা প্রস্তুতির কাজ। প্রশাসন থেকে জানানো হয়েছে, আগামী মাসের মাঝামাঝি পূণর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এরমধ্যে সদর উপজেলার ০৯ টি আশ্রয়ণ প্রকল্পে গৃহহীণদের পুনর্বাসন করা হয়েছে। এছাড়াও মেঘনার চরে ০৭ টি নতুন আশ্রয়ন নির্মানাধীন রয়েছে। সব মিলিয়ে ১৮ টি আশ্রয়ন প্রকল্পে গৃহহীণদের আশ্রয়ণ দেওয়ার লক্ষ্যে প্রশাসন কাজ করছে।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ