Home / চাঁদপুর / সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী
Zia Dainik Bangla

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী

আজ ৩০ মে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী । ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। প্রতিবছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি। 

 
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনকল্পে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার বিকেল ৪ টায় চাঁদপুর প্রেসক্লাবে আলোচনাসভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে , দিবসটি সফল করার জন্য চাঁদপুর জেলা বিএনপি, বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, সমর্থক তথা সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি