Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ
চাঁদপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

চাঁদপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

চাঁদপুর জেলা বিএনপি রোববার (৮জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে ‘৫ই জানুয়ারী অবৈধ ভোটারবিহীন নির্বাচন এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।

শহরের বিভিন্নস্থান থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে এলে দলীয় কার্যালয়ের কিছুটা দূরেই তাদের থামিয়ে দেয় পুলিশ। এসময় ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, একটি গণতান্ত্রিক দেশে আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল করতে দেয়া হচ্ছে না। আমরা আমাদের পার্টির কার্যলয়ে মিছিল নিয়ে আসতে পারবো না, এটা কোন গণতন্ত্র। জনগণের সেবার জন্য গঠিত প্রশাসনের কাছ থেকে এমন আচড়ণ দেখে আমরা অবাক হচ্ছি।

পরে সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সলিম, উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার হোসেন বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুন অর রশীদ, সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড শামসুল ইসলাম মন্টু পাটওয়ারী, জেলা যুবলের সভাপতি শাহাজালাল মিশন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী বেপারী, জেলা যুবদলের সহ-সভাপতি মুনির মিজি, জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, শহর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহানুর বেপারী শানু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, সদর থানা ছাত্রদলে আহবায়ক ইমান এইচ গাজী, শহর ছাত্রদলের আহবায়ক ঈসমাইল পাটওয়ারী, কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ভোটার বিহীন অনির্বাচিত সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে বাকশাল কায়েম করেছে। সরকার বিএনপিকে ভয় পায় তাই তার পেটোয়া পুলিশ বাহিনীর মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামতে দিচ্ছে না। সভা সমাবেশ নিষিদ্ধ করে তারা একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে। চাঁদপুরে বিএনপির পার্টি অফিসের তালা খুলতে দিচ্ছে না, মাইক ব্যবহার করতে দিচ্ছে না, নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে দাড়াতে দিচ্ছে না।’

প্রতিবেদক-আশিক বিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ১২: ৩০ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply