বিএনপির প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে এবং থাকবে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সোমবার (২৯ সেপ্টম্বর) রাতে মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা আপনাদের উৎসব নির্বিঘ্নে এবং নির্ভয়ে পূজা উদযাপন করবেন। কোন ধরনের শঙ্কা বা ভয় ভীতী মনের মধ্যে না রেখে শারদীয় দূর্গাপুজাগুলো পালন করবেন।
মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী ও চাঁদপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর কোহিনর,উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শোয়েব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রেস ক্লাবের আহ্বায়ক আমির খসরু উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ওযুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির প্রধান, পৌর যুবদলের আহবায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন মিয়াজী পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অলিউল্লা ঢালী, সম্পাদক খোরশেদ আলম মন্টু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক সোহাগ ও মাইনুদ্দিন ফারাজি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান,পৌর ছাত্রদল সদস্য সচিব মাসুদ পারভেজ পনির ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, জগন্নাথ দেব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষসহ উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মন্দিরে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৩০ সেপ্টেম্বর ২০২৫