চাঁদপুর জেলা বিএনপির দোয়া ও প্রতিবাদ সভা

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে এবং চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের রােগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা আয়ােজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।

২৯ ডিসেম্বর বুধবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

তিনি তার বক্তব্যে বলেন, আইনমন্ত্রী আমাদের আইন দেখায়। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদে নিতে দিচ্ছে না। জেল খাটা অবস্থায় পৃথিবীর অনেক ব্যত্তিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। শেখ হাসিনা দেশে আসতে পেরেছে শহীদ জিয়াউর রহমানের কারণে। তিনি জিয়ার মাজারে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমাদের মৌলিক অধিকার জনসভা করতে শহরের ৪টি মাঠের অনুমতি চেয়েছি। তারা দেন নি। আগামী তাদের কাছে আর অননুমতি চাইবো না। জনগনের মাঠ অনুমতি চাইবো জনগেনের কাছে। অনুমতি না দেওয়ার কারণে আমরা প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীদিন তাদের প্রত্যেকটি জবাব দিব। শেখ হাসিনা আপনি সময় থাকতে চিঠি চালাচালি বাদ দিন। বেগম খালেদা জিয়ার কিছু হলে আপনার কবর রচিত হবে।

তিনি আরো বলেন, বিএনপির সমাবেশ করার জন্য আমরা প্রশাসনের দারে দারে ঘুরেছি অনুমতির জন্য। কিন্তু তারা আমাদের অনুমতি দেননি। কারণ তারা জানেন বিএনপি রাজনীতি করেন জনগনের জন্য। জনগন বিএনপির সাথে আছে। তারা জানেন ২৯ ডিসেম্বর বিএনপির সমাবেশে জনসমুদ্র হবে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. হারুনুর রশীদেন পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলেন সাবেক সাধারণ সম্পাদক মহসীন পাটওয়ারীসহ আরো অনেক নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share