ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ফকির বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, গত দুইদশক ধরে উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের পাশাপাশি বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস কাজ করেছি। আমার কর্মের প্রতি আস্থাশীল হয়ে বিএনপির আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষের প্রতিকে দলীয় মনোনয়ন দিয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিতে ফরিদগঞ্জের প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বত্র সভা সমাবেশ করছি। আরেকটি বড় কারণ হলো প্রতিটি ওয়ার্ড থেকে আমরা বিএনপিকে চাঙ্গা এবং নেতাকর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করছি। আমার প্রচেষ্টা আজ থেকে শুরু হয়নি।
৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাজাহান পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেরা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পেয়ার আহাম্মেদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবুল কালাম আজাদ শামীম, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান খান কালু, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, গুপ্টি পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার, বিএনপি নেতা আবু তালেব চৌধুরী, হারুনুর রশিদ।
এ সময় রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুব মোরশেদ কচি পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য সোহেল খান, এম এ কাইয়ুম, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা মোর্শেদ আলম কচি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ আলম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা শাহাবুদ্দিন সিহাব, পৌর যুবদল নেতা শাওন পাঠান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আখন সুজন, মহিলা দলের নেত্রী পারুল বেগমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩ এপ্রিল ২০২৫