Home / উপজেলা সংবাদ / ষড়যন্ত্র ছেড়ে বিএনপিকে গণতন্ত্রের পথে আসতে হবে
বিএনপিকে

ষড়যন্ত্র ছেড়ে বিএনপিকে গণতন্ত্রের পথে আসতে হবে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম বলেছেন, বিএনপির জন্ম মিথ্যা দিয়ে,মিথ্যা কথা ছাড়া তাদের কোনো কাজ নেই। টেলিভিশন পাইলেই বিএনপির মহাসচিব ফখরুল সাহেব ও তাদের নেতারা একটার একটা মিথ্যা কথা বলতে থাকে টেলিভিশনে ।

২৮ মার্চ সোমাবার বিকেলে তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী ভিলা মিলনায়তনে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মায়া চৌধুরী আরও বলেন, দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে সরকারের পরিণতি ভয়াবহ হবে বিএনপির মহাসচিব ফখরুল সাহেবের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নর জবাবে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, যাদের কোনো মুরাদ নাই তারা আবার টাইনা হেচরা করে আওয়ামীলীগকে নামাবে এবং আওয়ামীলীগের পরিণতি ভয়াভহ হবে এই কথা বলে। তারা এই গান কিন্তু ১৩ বছর তিন মাস ধরে বলতেছে।

তিনি বলেন,আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। ষড়যন্ত্রের সব পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্রের পথে আসতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে। বিএনপি ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে না এলে আওয়ামী লীগ নয়, একদিন বিএনপিকেই মাঠ ছেড়ে পালাতে হবে।

মায়া চৌধুরী আরো বলেন, নির্বাচন কমিশনার মানিনা, মানবোনা, নিরেপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবোনা এসব। এগুলো বলে লাভ নাই নির্ধারিত সময়েই সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একদিন আগেও না আবার একদিন পরেওনা। কোনো জোরজোবরদস্তি করে না, জনগণকে সাথে নিয়ে ভালোবাসা প্রেম,প্রীতি এবং অগ্রগতি ও সমৃদ্ধির মধ্য দিয়ে আমরা জনত্রেী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে ক্ষমতায় বসাবো।

মায়া চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাক আপনারা কি তা চান না? এই দেশ তো আপনাদেরও। আপনারা উন্নয়ন করতে পারেননি, আমরা করছি ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে আপনাদেরও এই উন্নয়নের ধারায় শামিল হওয়া উচিত।

মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবং আমরা মানুষের কাছে যে ওয়াদা করেছিলাম তা পূরণ করেছি। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশ এগিয়ে যাবে আর কেউ বাংলাদেশকে পিছু টানতে পারবে না। সেভাবেই আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জনগণের উন্নয়নই আমাদের লক্ষ্য।

এসময় ঢাকা মহাগর দক্ষিণ আওয়ামলিীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ছেংগারচর পৌরসভার মেয়ার আলহাজ্ব রফিকুল আলম জর্জ,ছেংগারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদ মোঃ জাকির খান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, আ’লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান,উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, বাদল ঢালী,রেজাউল করিম ডেঙ্গু প্রমূখ।

এসময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আ’লীগের উপদেষ্টা মিসেস সূবর্না চৌধুরী বীনা, কমিটির উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্ল্যাহ, দেলোয়ার হোসেন দানেশ, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, আবুল খায়ের দেওয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহির রায়হান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সাত্তার, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ,উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার, ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ খোরশেদ চৌধুরী, পৌর মহিলা আ’লীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, কাউন্সিলর মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক শিউলী বেগম,এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কলাকান্দা ইউপি সভাপতি মুজিবুর রহমান, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, পৌর যুবলীগ নেতা বিল্লাল হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মোঃ শাহিন সরকার,মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলগের সভাপতি শাহিন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ২৮ মার্চ ২০২২