বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করাই আমার লক্ষ্য : মো. হারুনুর রশিদ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গোয়াল ভাওয়ার বাজারের জিএফসি একাডেমি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষ প্রতীক মনোনয়নপ্রত্যাশী লায়ন মো. হারুনুর রশিদ।
এ সময় তিনি বলেন, “দুই দশকেরও বেশি সময় ধরে ফরিদগঞ্জের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমার কর্মের প্রতি আস্থা রেখেই দল আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে কাজ করছি। প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।”
তিনি আরও বলেন, “আমি কখনো বিএনপিকে ছেড়ে যাইনি, যাবও না। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, হামলা ও জুলুম সহ্য করেছি, কিন্তু পিছু হটিনি। বিএনপি আমার রক্তে মিশে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী দিনেও নিরলসভাবে কাজ চালিয়ে যাবো।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হান্নান মিয়া। পরিচালনা করেন উপজেলা ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, সৌদি আরব পূর্ব অঞ্চলের সভাপতি শরিফ খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা মানিক পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা তসলিম বেপারি, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সহিদুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক নেছার আহমেদ ভূঁইয়া, যুবদল নেতা মাহবুবুর রহমান রুবেল, আব্দুল গাফফার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবু তাহের গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম মাহমুদ রাড়ি, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মৃধা,পেয়ার আহমেদ, ওসমান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমএ আব্দুল কাইয়ুম, শাওন পাঠান, সাবেক ছাত্রনেতা কামরুল পাটওয়ারী, হোসেন পাটোয়ারী, ইলিয়াস গাজী, মশিউর রহমান টিপু আবু জাফর, ফরিদগঞ্জ পৌর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, ওসমান পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ আলম, মহিন ভূঁইয়া, ইয়াছিন আখন সুজন, সোহেল ভূঁইয়া, বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা নাজির পাটওয়ারী, সাগর মেম্বার, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির নেতা শাহাদাত হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মাষ্টার, আশ্রাফ খান আশু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, মিঠু পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান খান কালু, শাহ আলম পাটওয়ারী, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা ভিপি আব্দুল খায়ের রুবেল, নান্নু দেওয়ান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, সৌহরাভ হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মমিন খান, সৈয়দ রাড়ি, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা নেছার আহমেদ ভূঁইয়া, বিল্লাল মেম্বার, মাহবুবুর রহমান রুবেল, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হান্নান, সুজন মৃধা, সুমন হাওলাদার, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন দেওয়ান, সেলিম গাজী, সফিকুর রহমান মেম্বার, ফজলুর রহমান মেম্বার, মোঃ মমিন হোসেন, আলমগীর দেওয়ান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রবিউল আলম বাবু, জাহাঙ্গীর আলম, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক যুবদল নেতা আব্দুল জলিল, ছোট ফারুক, নেতাকর্মীরা।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ আগস্ট ২০২৫