বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ২০২৩-২৪ বর্ষে কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণ গত ৬ মে সোমবার সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর শহরের তালতলা রোডস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে কুমিল্লা অঞ্চল বিএডিসি’র উপপরিচালক (বীজ বিপণন) আয়োজনে অনুষ্ঠিত। বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের
উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা কৃষি ভবন বিএডিসি’র বীজ বিতরণ বিভাগের ব্যবস্হাপক ড. মো: ইব্রাহিম খলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিএসও ও প্রধান (ব্রি) ড. মো: রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের বিএডিসি’র যুগ্মপরিচালক (বীজ বিপণন) মোহাম্মদ মাহমুদুল আলম, কুমিল্লা (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মামুনুর রশিদ উর্ধ্বতন ও চাঁদপুর (বিএডিসি) আলু বীজ জোন এর উপপরিচালক মোঃ ফখরুল আলম চৌধুরী।
কুমিল্লা অঞ্চল বিএডিসি’র উপপরিচালক (বীজ বিপণন) মো: নিগার হায়দার খানের সভাপতিত্বে প্রশিক্ষকরা দিনব্যাপী প্রশিক্ষণে বিএডিসি কতৃক বিপণনকৃত হাইব্রিড সবজিবীজসহ অনান্য সকল ফসলের নতুন জাত সমূহ, ডিলার পর্যায় বীজ সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনা, বীজ বিক্রয় কার্যক্রম আধুনিকরণের লক্ষ্যে সফটওয়্যার ব্যবহার সহ সকল বিষয়ে আলোচনা করা হয়।
কুমিল্লা চৌদ্দগ্রাম বিএডিসি (বীবি) উপসহকারী পরিচালক নুরুন নবী বিনতে আশরাফের উপস্থাপনায় এছাড়া বীজ বিক্রয় চাহিদা নিরুপন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং মুক্ত আলোচনা অংশ নেন চাঁদপুর জেলার বিএডিসি’র বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ সাত্তার খান, সাধারণ সম্পাদক আবদুল হক মিয়া, বাংলাদেশ সীড এসোসিয়েশন জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কচুয়া উপজেলার সার ও বীজ ডিলার মোঃ আনোয়ার হোসেন শিকদার, সদর উপজেলার সার ও বীজ ডিলার মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলার বীজ ডিলার মোঃ ইউসুফ মিয়া , শাহরাস্তি উপজেলার বীজ ডিলার মোঃ সাফায়েত উল্ল্যা, ফরিদগঞ্জ উপজেলার বীজ ডিলার মো: ইমাম হোসেন, মতলব (দ:) উপজেলার বীজ ডিলার মো: হেলাল হোসেন ও মতলব (উ:) মো: সেলিম।
প্রধান অতিথির ঢাকা কৃষি ভবন বিএডিসি’র বীজ বিতরণ বিভাগের ব্যবস্হাপক ড. মো: ইব্রাহিম খলিল বক্তব্য শেষে অতিথি কতৃক ২০২২-২৩ বিতরণ বর্ষে চাঁদপুর জেলায় বীজ ডিলারদের মধ্যে সর্বাধিক বীজ উত্তোলনকারী হিসেবে প্রথম স্থান অধিকারী চাঁদপুর সদরের মেসার্স সবুজ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ আঃ সাত্তার খান, দ্বিতীয় স্থান অধিকারী চাঁদপুর সদরের মেসার্স নিউ সীড কোম্পানির স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান খান ও তৃতীয় স্থান অধিকারী মেসার্স আনোয়ার এন্ড সন্স স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন শিকদার সম্মাননা স্মারক প্রদান, কুমিল্লা বীজ বিপণন অঞ্চলে ২০২৩-২৪ বিতরণ বর্ষে চাঁদপুর জেলায় বীজ ডিলারদের মধ্যে সর্বোচ্চ সবজিবীজ উত্তোলনকারী হিসেবে মেসার্স নিউ বীজ ঘর এর স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম শুভেচ্ছা স্মারক প্রদান এবং প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকল বীজ ডিলারদের মাঝে সনদপত্র প্রদান ও বর্ষাকালীন ছাতা উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চাঁদপুর জেলার সিনিয়র উপসহকারী পরিচালক খায়রুল বাশার ও সার্বিক তত্বাবধানে ছিলেন উপসহকারী মার জাহান আক্তার, হিসাব রক্ষক (বীবি) মো মনির হোসেন, গুদাম রক্ষক (বীবি) মিজানুর রহমান ও মফিজ মিয়া সহ কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২৪