চাঁদপুর কচুয়া উপজেলার বায়েক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিমাই সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের পরিচালনায় পুরস্কার বিতারণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. এমদাদ মুন্সি, সদস্য শহীদ উল্লাহ পাটোয়ারী, ইউপি স্দস্য গোলাম মোস্তফা ভূঞা, সাবেক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র সরকার, কচুয়া উপজেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিসান আহমেদ নান্নু ও মহিলা ইউপি সদস্য মাধবী রানী সরকার।
এ সময় আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র সরাকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষাথী ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথি বৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
।। আপডটে,বাংলাদশে সময় ০৭ : ৩৩ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur