ফরিদগঞ্জে সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের দাবিতে স্মারকলিপি

সরকারের দেয়া ১ হাজার টাকা বাড়ি ভাড়ার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রীর কাছে ইউএনওর মাধ্যমে স্মারক লিপি দিয়েছেন।

১১ অক্টোবর সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির কাছে বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: বাকী বিল্লাহ নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ এই স্মারক লিপি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সংঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহসভাপতি রেজোয়ান আজম রেজা, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সেমিনার সম্পাদক ওবায়েদ উল্ল্যাহ প্রমুখ।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস জানান, উপজেলার ২০টি মণ্ডপেই সুন্দর ভাবে পুজা শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপ ইতিমধ্যেই সিসি ক্যামেরার আওতায় নয়ে আসা হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা পুর্বের যে কোন সময়ের তুলনায় আরো বেশি জোরদার হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: বাহার মিয়া বলেন, আগের মতো মণ্ডপগুলোতে সার্বক্ষনিক পুলিশ না দিয়ে আমরা প্রতিটি মণ্ডপকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছি।

প্রতিবেদক: শিমুল হাছান

Share