‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বাড়ি নির্মাণ কাজে চাঁদাবাজী বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। নির্মাণ সামগ্রী সরবরাহের নামে এবং অন্য যে কোনো ধরণের চাঁদাবাজী প্রতিরোধ কল্পে ‘বিশেষ কুইক রেসপন্স টিম’ নামে পুলিশের একটি পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে।
২০ মার্চ শনিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে এই কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল-আহসান।
এসময় তিনি নির্মানাধীন একটি বাড়ীতে এসংক্রান্ত একটি ফেস্টুন টানিয়ে দেন। যাতে জেলা গোয়েন্দা শাখার ওসির হটলাইন নম্বর, পুলিশের সংশ্লিষ্ট বিট কর্মকর্তাসহ কোতোয়ালী মডেল থানার ওসি এবং দুজন অতিরিক্ত পুলিশ সুপারের মোবাইল নম্বর দেয়া আছে। যাতেকরে ভুক্তভোগিরা যেকোনো সময় এই নম্বর সমূহে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ নাজমুল হাসান, কোতয়ালী মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল-আহসান বলেন, নির্মাণকারীর ইচ্ছের বিরুদ্ধে কেউ যদি তার কাছে থেকে নির্মাণ সামগ্রী ক্রয় করতে চাপ প্রয়োগ করে, অথবা ভয় ভীতি প্রদর্শন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে জনগণকে সহযোগিতা ও সেবা দেয় যায় এবং মানুষের মাঝে যেন নিরাপত্তার জ্ঞাণ জাগ্রত হয় এজন্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হচ্ছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur