চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মায়ের চোখের সামনে বাস চাপায় মাহফুজ হোসেন (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় আড়িবাড়ি সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহফুজ চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির মাইনুল ইসলামের ছোট ছেলে। সে আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলুম মহামায়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার পিতা মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম।
স্থানীয়া জানান, ঘটনার সময় মা জয়নব বেগমের সাথে চাঁদপুর-কুমিল্লা সড়কের অপর পাশে মক্তবে যাচ্ছিলো শিশু মাহফুজ। তারা সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। পাশে একটি সিএনজি থাকায় সড়কে কিছু দেখতে না পেয়ে শিশুটি মায়ের হাত থেকে ছুটে গিয়ে রাস্তা পার হতে গিয়েই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌদিয়া বাসের নিচে ঢুকে পড়ে। তখন শিশুটিকে চাপা দিয়ে বাসটি চলে যায়। মায়ের চোখের সামনেই সন্তানের করুন মৃত্যু হয়। এসময় মায়ের আহাজারি আর চিৎকারে ওই এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
এদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিক সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই মোখলেস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
শাহ মাহমুদ ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, মায়ের চোখের সামনে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু ঘটনা সত্যিই দুঃখজনক। শিশুটির পরিবার চাইলে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম,
৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur