চাঁদপুরের কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।
২৬ অক্টোবর মঙ্গলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই ফয়সাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রিলাক্স বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। সে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার সেনেরখিল গ্রামের ইয়ার আহম্মেদের ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনে তল্লাসি করে গাঁজাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্র্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।’
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur