কুমিল্লার বরুড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্ততঃ ৮ যাত্রী আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার লাইজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, ‘সকালে বরুড়া থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস কুমিল্লায় যাওয়ার পথে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ মারা যায়নি।’
ওসি বলেন, ‘আহত যাত্রীদের উদ্ধার এবং বাসটিকে খাদ থেকে তুলে নেয়া হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৩ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur