চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী একটি বাস সড়কের মোড়ে ওভার টেকিং করে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। ২২ আগস্ট রোববার দুপুরে উপজেলার ঘাগড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-কচুয়া সড়কের ঘাগড়া গ্রামের পূর্ব পাশে মোড়ে ঢাকাগামী বিআরটিসি বাস ও কচুয়াগামী সুরমা সুপার বাস ওভারটেকিং করতে গিয়ে সুরমা সুপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ বাস যাত্রী আহত হন বলে জানিয়েছে পুলিশ।
এসময় পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেছেন। এতে ১২ জন আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি। গাড়ির নিচে কেউ আছে কিনা গাড়িটি উঠানোর পর তা জানা যাবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur