ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে এক যাত্রী নিহত ও আটজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘরে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল্লাহ চাঁদপুর টাইমসকে জানান, ‘ঢাকা থেকে কুমিল্লাগামি এশিয়া পরিবহনের একটি বাস চান্দিনার খাদঘরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে একজন যাত্রী নিহত ও আটজন যাত্রী আহত হয়েছেন। নিহত আনুমানিক ৫০ বছর বয়সের পুরুষ যাত্রীর পরিচয় পাওয়া যায়নি, লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ পিএম, ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur